ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

আজান নিয়ে কটূক্তি করলেন শাহরুখের নায়িকা সুচিত্রা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭ , ০২:০২ পিএম


loading/img

ফজরের আজান লাউডস্পিকারে কেন দেয়া হয়? সম্প্রতি এমনই প্রশ্ন তুলে টুইট করে শিরোনামে এসেছেন বলিউড অভিনেত্রী ও গায়িকা সুচিত্রা কৃষ্ণমূর্তি।

বিজ্ঞাপন

এরপরই কঠোর সমালোচনার মুখে পড়েন তিনি। সোশ্যাল মিডিয়ার অন্যতম জনপ্রিয় এ মাধ্যমের ব্যবহারকারীরা তাকে নিয়ে কঠোর সমালোচনা করেন।

সম্প্রতি বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগম লাউডস্পিকারে আজান নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ান। একের পর এক কটাক্ষের মুখে পড়ে টুইটার ব্যবহার বন্ধ করেন সনু।

বিজ্ঞাপন

এদিকে মহারাষ্ট্রের বিধায়ক ও সমাজবাদী পার্টির নেতা আবু আজমিও সুচিত্রাকে কঠোর ভাষায় আক্রমণ করেছেন।

সমালোচনার পাশাপাশি অনলাইনে সুচিত্রাকে নিয়ে ব্যাপক অশালীন মন্তব্যও করা হয়।

আর এ নিয়ে সরব হয়েছেন ওই অভিনেত্রী। মুম্বাই পুলিশের কাছে অভিযোগ দায়েরও করেন তিনি।

বিজ্ঞাপন
Advertisement

টুইটারে সুচিত্রাকে অভিনেত্রী নন, অনেকে ‘যৌনকর্মী’, ‘কল গার্ল’ বলেও কটাক্ষ করছেন। আর এরপরই কয়েকটি টুইটের স্ক্রিনশট পোস্ট করেন তিনি।

গেলো ২৩ জুলাই ভোরে একটি টুইট করেন সুচিত্রা। সেময় তিনি লিখেন, ভোর ৪টা ৪৫ মিনিটে বাসায় ফেরার পর কান ফাটিয়ে শব্দ হচ্ছে। এর থেকে জোড় পূর্বক আর কিছুই হতে পারে না।

পরে ২৬ জুলাই তিনি অপর পোস্টে, এই নোংরা মানুষগুলিকে দেখুন। এইভাবে যদি নারীদের অপমান করা হয়, তাহলে ভারতবর্ষ থেকে ধর্ষণের সংখ্যা কীভাবে কমানো যাবে বলেও প্রশ্ন তোলেন তিনি।

১৯৮৭ সালে টেলিভিশন সিরিজ ‘চুনোওতি’ দিয়ে অভিনয়ের ক্যারিয়ার শুরু করেন সুচিত্রা।

১৯৯৪ সালে বলিউড বাদশাহ শাহরুখ খানের বিপরীতে  ‘কাভি হা, কাভি না’ সিনেমায় অভিষেক হয় তার। মালায়াম তারকা জয়রামের সঙ্গেও ‘কিলুক্কামপেট্টি’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।

সবশেষ ২০১০ সালে রামগোপাল বর্মার সিনেমা ‘রান’ এ অমিতাভ বচ্চনের বিপরীতে দেখা গিয়েছিলো তাকে।

পপ গায়িকা হিসেবে ক্ষ্যাতিও আছে সুচিতার। পাশাপাশি বেশ কয়েকটি গানের অ্যালবামও আছে তার।

ওয়াই/জেএইচ

যে গ্রামে আজান দেয়া নিষেধ

আমি আজান ভালোবাসি : কঙ্গনা (ভিডিও)

আজান টুইট করলেন সনু নিগম (ভিডিও)

আজান পৃথিবীর শ্রেষ্ঠ সুর : পিন্টু ঘোষ

আজান বিতর্ক: টুইটার ছাড়লেন সনু নিগ

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |